Title
Invitation Card for 52nd National Cooperative Day-2023 Celebration.
Details
সুধী,
আগামী ৪ নভেম্বর ২০২৩ খ্রি., রোজ শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালি ও “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শ্রী পঞ্চানন বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য, খুলনা- ১ ও মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুনসুর আলী খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দাকোপ, খুলনা এবং জনাব জয়দেব চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার, দাকোপ, খুলনা।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।